• Dhanmondi College - Slide
  • Dhanmondi College - Slide
 
আইডি কার্ড ও SMS

প্রতিষ্ঠানের ইতিহাস


২০০৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদন দিয়ে যাত্রা শুরু করে এক অপার সম্ভাবনাময়ী এবং প্রতিশ্রুতিবদ্ধ মহাবিদ্যালয় - ধানমন্ডি কলেজ। শুরু থেকেই সাফল্যের আলোকে ব্যতিক্রমধর্মী এই কলেজটি বাড়ী #১৭, রোড#৩/বি, পশ্চিম ধানমন্ডি (বসিলা), ব্রিজের দক্ষিণ পাশে, থানা হাজারীবাগ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ অবস্থিত। নিরিবিলি ও মনোরম পরিবেশে সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থার এক অপূর্ব সম্মিলন ধানমন্ডি কলেজ।